Raiganj : কীটনাশক পান করে কিশোরী আত্মঘাতী

আরও পড়ুন

মানসিক অবসাদের জেরে জমিতে ব্যবহারের কীটনাশক পান করার মৃত্যু হল এক কিশোরীর। মৃত ওই কিশোরীর নাম খুসবু খাতুন। নবম শ্রেণির ছাত্রী ছিল সে। ঘটনাটি ঘটেছে টুঙ্গিদিঘির বলরামপুর থানার লালপুরে।

সূত্রের খবর, বৃহস্পতিবার ভোর রাতে মানসিক অবসাদের ফলে ওষুধ পান করে নেয় খুসবু। বিষয়টি তার মা রুগর্জন জানতেন না। বেশ কিছুক্ষণ পর খুসবু এসে তার মা-কে জানায়, সে বিষ পান করেছে। এরপর তাকে তড়িঘড়ি করণদিঘি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। সেখানে নিয়ে যেতে পথেই মৃত্যু হয় ওই কিশোরীর।

ফোর্টিন টাইমলাইন, করণদিঘি ও রায়গঞ্জ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close