Raiganj : সাড়া মেলেনি অ্যাম্বুলেন্সের, টোটোতেই জন্ম সদ্যোজাতর!

আরও পড়ুন

টোটোতেই জন্ম নিল এক সদ্যজাত শিশু। মা প্রবল প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিলেন টোটোতে শুয়েই। অ্যাম্বুলেন্সে ফোন করা হলেও তাদের কোনও সাড়া-শব্দ পাওয়া যায়নি বলে অভিযোগ। টোটোয় করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলে টোটোতেই প্রসব করতে হয় প্রসূতির। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের বকুলতলা এলাকায়। ঘটনাটির কথা চাউর হতেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

সূত্রের খবর, প্রসূতির নাম ইম্ফা খাতুন। বাড়ি রায়গঞ্জ থানার কর্ণজোড়া ফাঁড়ির ছটপারুয়া এলাকায়। শুক্রবার রাতে সেই প্রসূতির প্রসব যন্ত্রনা ওঠে। তারা তড়িঘড়ি রায়গঞ্জের অ্যাম্বুলেন্সে ফোন করেন। অ্যাম্বুলেন্সের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষার করার পরেও তাদের পক্ষ থেকে কোনওরকম সাড়া মেলেনি। ফলে, টোটো ডেকে ওই বাহনে করে প্রসূতিকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু, মাঝ পথেই টোটোতে পর্দা টাঙিয়ে জন্ম নেয় তার পুত্র সন্তান। এরপর, মা এবং সন্তান দু’জনকেই রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদেরকে সেই হাসপাতালের প্রসূতিবিভাগে ভর্তি করা হয়। মা এবং তার সন্তান দু’জনই সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

ফোর্টিন টাইমলাইন, রায়গঞ্জ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close