Uttar Dinajpur : মেশিনে হাত ঢুকে গিয়ে গুরুতর জখম কিশোর শ্রমিক

আরও পড়ুন

প্লাইউড কারখানায় কর্মরত অবস্থায় মেশিনে হাত ঢুকে কব্জি কেটে গুরুতর যখম হল এক কিশোর শ্রমিক। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ডালখোলার একটি প্লাইউড কারখানায়। এমন ঘটনায় গুরুতরভাবে যখম হয় ওই বছর ১৫-র রাজু রাজবংশী নামের কিশোর শ্রমিক।

সূত্রের খবর, রায়গঞ্জের খলসি গ্রামের বাসিন্দা রাজু। বাড়ির আর্থিক কারনে ডালখোলার মিঠাপুর এলাকার একটি প্লাইউড কারখানায় কাজ করে সে। শনিবার দুপুর ১২ টা নাগাদ ওই কারখানায় কাজ করার সময় মেশিনে হাত ঢুকে গেলে হাতের কব্জিতে সে গুরুতর আঘাত পায়। এরপর তড়িঘড়ি তাকে উদ্ধার করে ডালখোলা গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়। বর্তমানে রাজু এখন আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।

রায়গঞ্জের মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close