Uttar Dinajpur : ঢাক বাজিয়ে অভিষেককে অভিনন্দন রায়গঞ্জে

আরও পড়ুন

দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর যাত্রার আগে উষ্ণ অভিনন্দন পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সন্ধ্যে সাতটা নাগাদ রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে অসংখ্য ঢাক বাজিয়ে তরুণ তুর্কি ৩৫ বছর বয়সী ওই নেতাকে উষ্ণ অভ্যর্থনা জানান রায়গঞ্জের তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রীরা। পথের দু’ধারে দাঁড়িয়ে নমস্কার জানান- রায়গঞ্জের দলীয় নেতা-নেত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কালো রংয়ের গাড়ির পেছন সিটে বসা অবস্থায় কাঁচ নামিয়ে হাতে নেড়ে অভিবাদন জানান। বিষয়টি নিয়ে পৃথক উন্মাদনার সৃষ্টি হয় রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে।

প্রসঙ্গত, শ্রীবন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ার জেলার ফালাকাটা থেকে ইসলামপুর হয়ে ফিরছিলেন। তৃণমূল কংগ্রেসের জনজোয়ার কর্মসূচির অঙ্গ হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গোটা রাজ্যজুড়ে যে পৃথক উন্মাদনার সৃষ্টি হয়েছে, শনিবার সন্ধ্যায় রায়গঞ্জের শিলিগুড়িমোড়ের এমন উন্মাদনাতে তৃণমূল কংগ্রেস প্রীতি আরও একবার মনে করিয়ে দিল।

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close