মালদা থেকে ভুটানের কোন সলিং এর কাছে জয়গা শহরে যাচ্ছিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের মালদা ডিপোর গাড়ি। পুরোপুরি পুলিশ প্রশাসনের ভরসাতেই গাড়ি নিয়ে বেড়িয়েছেন মালদার বাসিন্দা গাড়িচালক। তিনি জানিয়েছেন, আমরা সরকারি কাজ করতে বেরিয়েছি, মানুষের পরিষেবা দিতে পথে নিরাপত্তা দেবে প্রশাসন।
রায়গঞ্জ পুর স্টেট বাস টার্মিনাস-এর সামনে থেকে ক্যামেরায় বিশ্বনাথ দাসের সঙ্গে প্রবাল সাহা-র রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।