Raiganj: দেড় মাস বাদে বৃষ্টি হলেও মাটি ভিজল না

আরও পড়ুন

প্রায় দেড় মাস বাদে উত্তর দিনাজপুরের জেলা সদর রায়গঞ্জে সামান্য পরিমাণে বৃষ্টি হলেও আবহাওয়া গরমই থেকে গেল। শুক্রবার রাত ১০টা ৩৫ মিনিটে দমকা হাওয়ার সঙ্গে সামান্য বৃষ্টি শুরু হলেও মাটিতে জল দাঁড়াল না। বৃষ্টি শুরু হওয়ার আগে শহরের দক্ষিণ দিকের আকাশ কালো করে মেঘে ঢাকলেও বিদ্যুতের চমক ছিল বুকে কাঁপুনি ধরানোর মতো।
উত্তরবঙ্গের শিলিগুড়ির পর রায়গঞ্জ কার্যত’ রাত জাগা ‘শহর হিসেবেই পরিচিত। প্রত্যাশিতভাবেই রাত সাড়ে দশটা নাগাদ বৃষ্টি নামার অর্থ- সবে সন্ধ্যের শুরুতে বৃষ্টির সূচনা। কিন্তু মাত্র ১৫ মিনিটেই দমকা হওয়ার সঙ্গে বৃষ্টি নেমেই তা বন্ধ হয়ে যায়। শুক্রবার রাতের সামান্য বৃষ্টিতে এই অঞ্চলের মানুষ কার্যত হতাশই হয়েছেন। এদিন বৃষ্টি শেষ হওয়ার পর টাইমস ফোর্টিন বাংলা-র ক্যামেরা রায়গঞ্জ শহর পরিক্রমা করে। কোথাও জল দাঁড়ানোর লেশমাত্র ছিল না। সঙ্গে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়া, দোকানের সাইনবোর্ড ঝোড়ো হাওয়ায় খুলে যাওয়ার ছবি কিংবা বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ার চিত্র নজরে আসেনি। তবে রায়গঞ্জের মানুষ, বন্যা নয় মুষলধারে টানা কয়েক ঘন্টার বৃষ্টিপাত চাইছেন। এর ফলে প্রাকৃতিক পরিবেশ যেমন ঠান্ডা হবে, পাশাপাশি চাষের জমিতে জল দাঁড়ালে বোরো চাষেরও সুবিধে মিলবে, ঠিক তেমনি পাট কেটে নয়ানজুলি কিংবা ডোবাতে পাট পচানোর আদর্শ ক্ষেত্র পাবেন কৃষকেরা।

ফোর্টিন ওয়েব ডেস্ক, রায়গঞ্জ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close