Raiganj : পার্থ চট্টোপাধ্যায়কে সাহায্য করে রেজিস্ট্রার হয়েছেন দুর্লভ, অভিযোগ

আরও পড়ুন

প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করাকালীন এর সুযোগ নিয়েছিলেন অনেকেই। সেই সুযোগকারীদের মধ্যে কি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার দুর্লভ সরকারও ছিলেন? এই নিয়ে শুরু হয়েছে চাপান-উতোর। এই নিয়ে তদন্তের দাবিও জানানো হয়েছে। অন্যদিকে অভিযোগ অস্বীকার দুর্লভের।

অভিযোগ, দুর্লভবাবুকে নিয়ম মেনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদে বসানো হয়নি। তিনি পার্থ চট্টোপাধ্যায়ের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি করার সময় সাহায্য করে গুরুদক্ষিণা নিয়েছিলেন বলে অভিযোগ। এমনই অভিযোগ উঠেছে দুর্লভবাবুর বিরুদ্ধে। দুর্লভবাবু এই নিয়ে কিছু বলতে না চাইলেও তার ঘনিষ্ঠরা বলেন, এসব ভুয়ো অভিযোগ করা হচ্ছে। সব নিয়মানুযায়ীই হয়েছে। সূত্রের খবর, ২০১৭ সালের ১ ডিসেম্বর রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদে কর্মী নেওয়ার জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। বিজ্ঞাপনে বলা হয়- অভিজ্ঞতাসম্পন্ন ডেপুটি রেজিস্ট্রার দরকার। সেই ক্রাইটেরিয়া-তে দুর্লভবাবু ছিলেন। সঙ্গত কারণেই দরখাস্ত করে নিয়মমাফিক তিনি ওই পদে যোগ দিতে পেরেছেন।

এপ্রসঙ্গে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক বলেন, দুর্লভবাবুর এমন কোনও অভিজ্ঞতাই নেই। অভিযোগ, দুর্লভবাবুর এই পদে বসার পেছনে পার্থ চট্টোপাধ্যায়ের অবদান রয়েছে। আরও অভিযোগ, যোগ্যতা না থাকলেও পার্থর গবেষণাপত্র তৈরিতে সাহায্য করার ‘পুরস্কার’ হিসেবে ওই ব্যক্তিকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদে বসানো হয়েছে। এই ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন অনেকেই।

ফোর্টিন টাইমলাইন, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close