বারোদফা দাবিতে রাজ্যের সঙ্গে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মোহনবাটী জেলা আদালতের সামনে রাজ্য সড়ক অবরোধ করল পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন। সংগঠনের পক্ষ থেকে মঙ্গলবার এই দাবিতেই রাজ্য স্বাস্থ্য ভবন ঘেরাও কর্মসূচীর ডাক দিয়েছে। রায়গঞ্জে রাস্তা অবরোধ ছাড়াও আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে একই দাবিতে জেলা শাসকের কাছে স্মারকলিপি পেশ করেছে।
আশা কর্মীদের স্থায়ী বেতন ২১ হাজার টাকা, আশা কর্মীদের স্বাস্থ্য কর্মী হিসেবে স্বীকৃতি প্রদান, নিয়মিত ইনসেন্টিভ প্রদান সহ বারো দফা দাবিতে মঙ্গলবার রাজ্য জুড়ে আন্দোলনে সামিল হয়েছে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন। রাজ্যের সমস্ত জেলায় আশা কর্মীদের বিক্ষোভ, জেলা শাসকের কাছে স্মারকলিপি দেওয়া ছাড়াও রাজ্য স্বাস্থ্য ভবন ঘেরাও কর্মসূচীর ডাক দিয়েছে। সেই কর্মসূচী সফল করতে মঙ্গলবার দুপুরে উত্তর দিনাজপুর আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে রায়গঞ্জ মোহনবাটী জেলা আদালতের সামনে রাস্তা অবরোধে সামিল হয়। এই অবরোধের ফলে শহরে বাপক যানজটের সৃষ্টি হয়। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ। বেশ কিছুক্ষন পর পুলিশী হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার হয়। সংগঠনের জেলা সম্পাদিকা মিনতি সরকার জানিয়েছেন, কেন্দ্রীয় বাজেটে আশা কর্মীদের নিয়ে কোন কথা বলা হয় নি। রাজ্য বাজেটে আশা কর্মীদের নিয়ে ভাবনা চিন্তা করাতেই তারা আন্দোলনে সামিল হয়েছে। স্বাস্থ্য কর্মীর নামে খেলার মাঠ , মেলার মাঠ, স্কুল এবং চোখের আলোতে বিনা পারিশ্রমিকে কাজ করানো হচ্ছে। এই বারো দফা দাবিতেই মঙ্গলবার তারা রাজ্যজুড়ে আন্দোলনে নেমেছে।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।