অনূর্ধ্ব সতেরোয় মহিলা বাংলা ফুটবল দলে এবার খেলছেন রায়গঞ্জের আশরাফি খাতুন। তিনি রায়গঞ্জের মাড়াইকুড়ার এলাকার বাসিন্দা। তিনি প্রথম মাড়াইকুড়া ইন্দ্রমোহন বিদ্যাভবন স্কুলের হয়ে খেলেন। সেই সময় তার প্রশিক্ষক ছিলেন অনুপ কেরকাট্টা। বড় হয়ে রায়গঞ্জ টাউন ক্লাব মাঠে দীপন মন্ডলের কোচিং সেন্টারে অনুশীলন করে অনূর্ধ্ব সতেরোয় বাংলা দলে খেলার সুযোগ পান। বর্তমানে আশরাফি খাতুন রয়েছেন কলকাতায়। তার সঙ্গে দীপক মন্ডল ছাড়াও রয়েছেন রায়গঞ্জের কোচ বাবলু মহম্মদ এবং চন্দন রায় । এমন খবরে খুশি রায়গঞ্জের ক্রীড়ামহল-সহ সমগ্র জেলাবাসী।
স্পোর্টস ডেস্ক, টাইমস ফোর্টিন বাংলা।