Raiganj : পার্থর কুশপুতুল পোড়ানোর চেষ্টা, ধস্তাধস্তি, আহত ৩

আরও পড়ুন

শুধু রোমিও পার্থ চ্যাটার্জিকে গ্রেফতার করলেই হবে না, রাঘব বোয়ালদের অবিলম্বে গ্রেফতার করার দাবিতে বিজেপি-র ছাত্র সংগঠন এ বি ভি পি আন্দোলন করতে গেলে রায়গঞ্জ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। অভিযোগ, এই ধস্তাধস্তিতে এ বি ভি পি ৩ কার্যকর্তা জখম হয়েছেন। এ বি ভি পি কার্যকর্তার উপর পুলিশি আক্রমণের প্রতিবাদে রায়গঞ্জের বিবেকানন্দ মোড় অবরোধ করে। রায়গঞ্জ শহরের মূল কেন্দ্রে অবরোধ করায় শহরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।।

চাকরি বিক্রির টাকা উদ্ধারের ঘটনায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টাপাধ্যায় ও তার সঙ্গীনিকে ইডি গ্রেফতার করেছে। অবিলম্বে তৃণমূল সুপ্রিমোকে গ্রেফতারের দাবিতে বিজেপি-র ছাত্র সংগঠন এ বি ভি পি রায়গঞ্জের বিবেকানন্দ মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে। বিক্ষোভ শেষে ই ডি-র হাতে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কুশপুতুল দাহ করতে গেলে রায়গঞ্জ থানার পুলিশ তাদের বাধা দেয়। এনিয়ে পুলিশের সঙ্গে এবিভিপি ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তিতেই ৩ জন এবিভিপি কার্যকতা জখম হয় বলে দাবি করা হয়েছে। এবিভিপি কার্যকর্তাদের উপর পুলিশি হামলার প্রতিবাদে বিবেকানন্দ মোড়ে অবস্থান বিক্ষোভ শুরু হয়। এই আন্দোলনের ফলে রায়গঞ্জ শহরের মূল কেন্দ্রে অবরোধ শুরু করে। শহরের মূল কেন্দ্রে অবরোধের ফলে শহরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।

ফোর্টিন টাইমলাইন, রায়গঞ্জ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close