Raiganj : প্রাণে মেরে ফেলার চেষ্টা চতুর্থ স্ত্রী-কে,স্বামী পলাতক

আরও পড়ুন

পঞ্চমবারের জন্য বিয়ের পিঁড়িতে বসার লক্ষ্যে চতুর্থ স্ত্রী-কে মারধরের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের ২৫ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপল্লিতে।

অভিযোগ, বিয়ের পর থেকেই চুতুর্থ স্ত্রী মিনতি রায়ের উপর মানসিক এবং শারীরিক অত্যাচার করত তার স্বামী উৎপল রায়। সেই অত্যাচারের মাত্রা ক্রমান্বয়ে বাড়তে থাকে। কিছুদিন আগে মিনতি রায়ের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন স্বামী উৎপল রায় বলে অভিযোগ। ঘটনায় নিজেকে বাঁচাতে এলাকারই বাসিন্দা মৌমি দেবের কাছে আশ্রয় নেন মিনতিদেবী। এরপর গোটা ঘটনাটির খবর রায়গঞ্জ থানায় জানানো হয়। এমন ঘটনার খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয়। কিন্তু, বেগতিক বুঝে অভিযুক্ত উৎপল রায় বাড়ি থেকে পালিয়ে যায়।

আরও অভিযোগ, এই ঘটনার একদিন পরে উৎপল রায় আবার বাড়িতে ফিরে আসেন এবং হাসুয়া দিয়ে মিনতিদেবীকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। তখন নিজের প্রাণ বাঁচাতে বাড়ি থেকে পালিয়ে যান মিনতিদেবী। এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরে। এই ঘটনার পর অভিযুক্ত আবারও বাড়ি ছেড়ে পালিয়ে যায়।

প্রসঙ্গত, বিষয়টি বিস্তারিতভাবে জানিয়ে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন মিনতি রায়। পুলিশ ঘটনার প্রেক্ষিতে তদন্ত শুরুর পাশাপশি পলাতক স্বামী উৎপল রায়ের খোঁজে তল্লাশি শুরু করেছে।

ফোর্টিন ওয়েব ডেস্ক, রায়গঞ্জ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close