সবাইকে বাংলা নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে সৌহার্দ্য আর সম্প্রীতির বার্তা নিয়ে রায়গঞ্জ শহরে ” বর্ষ বরণ ১৪২৯” পালিত হ’ল। এই শোভাযাত্রায় মেতে উঠলেন আপামর রায়গঞ্জবাসী। তাদের শ্লোগান ছিল বাংলার নিজস্ব শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং মননশীলতাকে অটুট রাখার। ঘৃণা, বিদ্বেষ,সামাজিক এবং রাজনৈতিক রেষারেষি থেকে মুক্ত হোক আমাদের বাংলা। বাংলার সৃষ্টি ও সংস্কৃতিকে কাজে লাগিয়ে বিভিন্ন মডেল ও সুদৃশ্য ট্যাবলোর মাধ্যমে বর্নাঢ্য এক শোভাযাত্রা রায়গঞ্জ শহরের রাজপথ ধরে পরিক্রমা করে। সর্বস্তরের সাধারণ মানুষ থেকে শুরু করে শিল্প প্রেমী মানুষ সবাই শুক্রবার পহেলা বৈশাখের দিন সকালে এই শোভাযাত্রায় অংশ নেন।
শুক্রবার এই সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রায় এপার বাংলা ও ওপার বাংলার সৃষ্টি ও সংস্কৃতিকে হাতিয়ার বানিয়ে নানা মডেল তৈরী করা হয়। বাংলা বছরের প্রথম দিনে এই সুসজ্জিত শোভাযাত্রা দেখতে ভীড় জমিয়েছিলেন আপামর রায়গঞ্জবাসী। এই শোভাযাত্রা রায়গঞ্জের বিবেকানন্দ মোড় থেকে শুরু করে শিলিগুড়ি মোড়ে গিয়ে শেষ হয়। সূত্রের খবর , ” সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ রায়গঞ্জ “এর থেকে এই শোভাযাত্রা করার কারণ হল, করোনার আবহকে কাটিয়ে সাধারণ মানুষেরা সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরেছে। তাদের জীবন যেন আরও মঙ্গলময় হয়ে ওঠে, এই কামনা করেই শোভাযাত্রার আয়োজন। শোভাযাত্রায় যারা এইবছর অংশ নিতে পারেননি তাদেরকে পরবর্তী বছরে অংশ নেওয়ার জন্যেও অনুরোধ করা হয়েছে।