শুক্রবার গভীর রাতে এক বাইক চালকের মোটর বাইকের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন এক ব্যক্তি। তার পায়ের হাড় ভেঙে দু’টুকরো হয়ে যায় বলে অভিযোগ। তিনি পেশায় দিনমজুর। রাতে রায়গঞ্জের বিএল মার্কেটের সামনে রুটি খেতে এসেছিলেন। দ্রুত গতিতে ছুটে আসা মোটর বাইকের ধাক্কায় দূরে ছিটকে পড়েন ওই শ্রমিক। কোনক্রমে তাকে তুলে টোটোয় চাপিয়ে দ্রুততার সঙ্গে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ক্রমাগত রক্তক্ষরণ হওয়ায় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে রাত দুটো নাগাদ পা দু ‘টুকরো হয়ে যাওয়া দিন মজুর রোগীকে রেফার করা হয় উন্নত চিকিৎসার জন্য।
তবে অসাবধানভাবে মোটর বাইক চালানো অনুচিত বলেই উপস্থিত জনতা এদিন গভীর রাতে ক্ষোভ উগড়ে দিয়েছেন।
রায়গঞ্জের মোহনবাটি এবং স্থানীয় মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে বিশ্বনাথ দাসের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।