মতুয়া ধর্ম-দর্শনের প্রাণপুরুষ পতিত পাবন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ২১২ তম আবির্ভাব দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার অনুস্থিত হল বিশ্ব মতুয়া মহা সম্মেলন ও মহোৎসব। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ উত্তর দিনাজপুর জেলা কমিটির আহ্বানে এবং হেমতাবাদ হরিচাঁদ কলোনির সহযোগীতায় ও পরিচালনায় এই পদযাত্রার আয়োজন করা হয়। এদিনের এই পদযাত্রার শেষে হিন্দু-ব্রাক্ষ্মন্য ধর্মের জটিল-আচার -অনুস্থানের বাহ্যিক আড়ম্বরে অতিষ্ট হয়ে অনেক মানুষ ইসলাম ধর্ম গ্রহন করলেও শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মতুয়া ধর্ম আন্দলনের প্রভাবে সমাজের নিচুস্তরের মানুষ ধর্মান্তরিত না হয়েও যেভাবে নিজেদের চলার পথের সন্ধান পেয়েছিল-সে সম্পর্কে এই অনুস্থানের অন্যতম উপদেষ্টা ড: বাবুলাল বালা সবাইকে অবহিত করেন। ড: বালার বক্তব্যে উঠে আসে রাজারামমোহন রায় ও ব্রাহ্ম সমাজ আন্দলনের প্রসঙ্গও। তিনি এদিন আর কি কি জানিয়েছেন শুনুন-
রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।