নবদিগন্ত রায়পুর ক্রীড়া ও সমাজকল্যাণ সমিতির সদস্য উত্তম বৈদ্যর পিতা স্বর্গীয় জ্ঞানেন্দ্র বৈদ্য-এর বিদেহী আত্মার শান্তি কামনায় পরিবারের উদ্যোগে এবং নবদিগন্তের ব্যবস্থাপনায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। দুই পুত্র ও পুত্রবধূ, সংগঠনের সম্পাদক শ্রী দীপেশ পাল-সহ ১৪ জন রক্তদাতা বুধবার এই শিবিরে রক্তদান করেন।
উল্লেখ্য, ৫ জন রক্তদাতা ও রক্ত দাত্রী বুধবার এই শিবিরে প্রথমবার রক্তদান করেন। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শ্রী অচিন্ত্য দেব, সম্পাদক শ্রী দীপেশ পাল, কোষাধ্যক্ষ শ্রী আকাশ বর্মন, সদস্য সুমন বিশ্বাস, কৌশিক পাল, বাপ্পা মজুমদার ও সঞ্জিত মজুমদার। পরিবারের পক্ষ থেকে স্বর্গীয় জ্ঞানেন্দ্র বৈদ্যর স্ত্রী সুমিত্রা বৈদ্য সকল রক্তদাতাকে ধন্যবাদ জানান।
রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।