কমরেড অনিরুদ্ধ ভৌমিক ও কমরেড সন্দীপ ঘোষের স্মরণে আয়োজিত হল একটি রক্তদান শিবির। রবিবার রায়গঞ্জের বিবিডি মোড়ে অবস্থিত এরিয়া দফতরের এই রক্তদান শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল ব্লাড ডোনার্স ফোরামের উত্তর দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক সুব্রত সরকার ও বামফ্রন্টের বিভিন্ন নেতৃত্ববৃন্দরা। এই শিবিরের উদ্যোক্তারা জানান, তারা প্রতি বছরই এই দিনটিকে বিশেষভাবে পালন করেন। এই বছরও দিনটিকে বিশেষভাবে পালন করার জন্য রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রবিবার এই কর্মসূচিতে প্রায় অনেকেই রক্তদান করেন।
ফোর্টিন টাইমলাইন, রায়গঞ্জ।