উত্তর দিনাজপুরের জেলা সদর রায়গঞ্জের মণিপাড়ায় অগ্নিদগ্ধ হয়ে গুরুতর জখম হয়েছেন এক গৃহবধূ। আহত ওই গৃহবধূর নাম সাধনা বর্মন। পরিবার সূত্রের খবর – ওই মহিলা নিজে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অগ্নিদগ্ধ অবস্থায় তাকে দেখতে পেয়ে বাঁচাতে যান ওই মহিলার স্বামী ও জা। তারা প্রথমবার আগুন নিভিয়ে ফেললেও দ্বিতীয়বার যখন পুনরায় সাধনা বর্মন নামের ওই মহিলা আগুন লাগান তখন তারা পুনরায় আগুন নেভানোর জন্য এগোলে নিজেরাই গুরুতর জখম হন। তাৎক্ষণিকভাবে বর্মন পরিবারের চিৎকার শুনে ছুটে আসেনা আশপাশের লোকজন। তড়িঘড়ি তাদের সকলকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাদের তিন জনেরই চিকিৎসা চলছে। তাদের মধ্যে স্বামী-স্ত্রী দু’ই জনের অবস্থাই আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
ফোর্টিন টাইমলাইন, রায়গঞ্জ।