Durga Pujo 2020 : বুর্জ খলিফা এবার রায়গঞ্জের রূপাহারেও

আরও পড়ুন

আসন্ন দুর্গোপুজোকে ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। চলছে খুঁটি পুজোও। সোমবার ভারতের স্বাধীনতা দিবসের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে এদিন উত্তর দিনাজপুর তথা উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী রূপাহার যুব সংঘ দুর্গোৎসব কমিটির খুঁটি পুজো সম্পন্ন হল। সোমবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী, রূপাহার যুব সংঘের কর্নধার তথা উত্তর দিনাজপুর জেলা তৃনমূল কংগ্রেসের সহ-সভাপতি সঞ্জয় মিত্র-সহ এলাকার বিশিষ্ট সমাজসেবী ও ক্লাবের সদস্যরা।

পুজো উদ্যক্তারা জানান, এবারে দুবাইয়ের বুর্জ খলিফার আদলে তৈরি হচ্ছে পুজোমণ্ডপ। সঙ্গে থাকবে চোখ ধাঁধানো আলোর কারসাজি। এই পুজোর প্রধান উদ্যোক্তা সঞ্জয় মিত্র জানিয়েছেন, প্রতিবছরই একাধিক স্থাপত্যের আদলে এখানে মণ্ডপ নির্মিত হয়। এবারেও তার ব্যতিক্রম হচ্ছে না। অন্যান্যবারের তুলনায় এবারে দর্শনার্থীদের ভীড় রেকর্ড ছাপিয়ে যাবে বলে আশা প্রকাশ করছেন তিনি।

ফোর্টিন টাইমলাইন, রূপাহার, উত্তর দিনাজপুর।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close