Raiganj : মোমবাতি জ্বেলে, গান গেয়ে কে কে-এর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন ঘড়িমোড়ে

আরও পড়ুন

সঙ্গীত জগতের প্রখ্যাত গায়ক কে কে (Krishnakumar Kunnath)-এর মৃত্যুতে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আয়োজিত হল রায়গঞ্জের ঘড়িমোড়ে। শুক্রবার সন্ধ্যায় রায়গঞ্জের সংগীতপ্রেমীরা জেলাসদরের ঘড়িমোড় নামাঙ্কিত এলাকায় এমন অনুষ্ঠানের আয়োজন করেন। এদিনের অনুষ্ঠানে সমাগম হয় সব বয়সের মানুষের। অনুষ্ঠানের প্রক্কালে কে কে-এর ছবির সামনে মোমবাতি জ্বালিয়ে ১মিনিট নীরবতা পালন করেন তাঁর ভক্তরা। এরপর কে কে-এর গাওয়া বিভিন্ন গান করেন ভক্তবৃন্দদের একটি বড় অংশ। এদিনের অনুষ্ঠানের বিষয়ে সগীতপ্রেমীদের জনৈক সদস্য শুভঙ্কর দাস কি বলেছেন শুনব-

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close