Raiganj : জঙ্গল থেকে হার ছিনতাইকারীকে ধরল পুলিশ

আরও পড়ুন

শনিবার রাত সাড়ে এগাোটা নাগাদ রায়গঞ্জের দক্ষিণ সুদর্শনপুরের নালন্দা কিন্ডার গার্টেনের অদূরে একটি জঙ্গল থেকে এক যুবককে ধরে নিয়ে গেল পুলিশ। সে রায়গঞ্জের অন্য পাড়া থেকে এক মহিলার গলার হার ছিনতাই করতে গেলে ওই মহিলা চিৎকার শুরু করেন। প্রতিবেশী মহিলার আর্ত চিৎকারে এলাকার মানুষও চোর চোর বলে চেঁচাতে থাকেন। মোটর বাইক নিয়ে তাড়া করলে চোর বেচারা প্রাণ ভয়ে ছুটে এসে দক্ষিণ সুদর্শনপুরের একটি জঙ্গলে আত্মগোপমন করে। খবর যায় পুলিশে। দ্রুত ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। তারা জঙ্গলে লুকিয়ে থাকা ওই যুবককে ধরে মোটর বাইকে চাপিয়ে থানায় নিয়ে যায়। ধৃত ওই যুবকের বাড়ি বিহারে বলে জানা গেছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ধৃত ওই যুবকের নাম জানা যায়নি। যদিও পুলিশের অনুমান, ধৃত ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে স্বর্ণালংকার ছিনতাইচক্রের পান্ডাকে গ্রেফতার করা সম্ভব হবে।

ফোর্টিন টাইমলাইন, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close