Chaitali’s Durgapujo (Raiganj) : মন্ডপ তৈরির সঙ্গে যুক্ত কর্মীদের সম্মাননা প্রদান চৈতালি ক্লাবের

আরও পড়ুন

সম্মান জানানো হলো তাদের যারা দিনরাত এক করে বিশ্ব বাংলার শারদ সম্মান পেতে সহায়তা করেছেন। সম্মান জানানোর এমন অভিনব উদ্যোগ দেখে অভিভূত সকলেই। প্রসঙ্গত,ইতিমধ্যেই বিশ্ব বাংলা শারদ সম্মান-এর স্বীকৃতি পেয়েছে রায়গঞ্জের চৈতালি ক্লাব পুজো কমিটি। উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি বিভগের পক্ষ থেকে সম্মাননা তুলে দেওয়া হয়েছে ক্লাব কর্তৃপক্ষের হাতে। তারা মহা সপ্তমীর দিন সন্ধ্যায় এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছে। পুজোগুলি মানুষের কাছে আকর্ষণীয় করে তুলতে যাদের অবদান অনস্বীকার্য বেশির ভাগ সময় কাজশেষে সকলেই ভুলে যান। বিশ্ব বাংলার শারদ সম্মান ২০২২ পাওয়ার পর এদিন পুজো কমিটির পক্ষ থেকে সম্মাননা জানিয়ে সংবর্ধনা দেওয়া হল তাদের- যারা মণ্ডপ সজ্জা, আলোর কাজ, সাউন্ড সিস্টেম ঠিক করা প্রভৃতি কাজের মাধ্যমে আকর্ষণীয় করে তুলেছেন পুজোর আয়োজনটিকে।

ফোর্টিন টাইমলাইন, রায়গঞ্জ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close