স্বাধীনতার ৭৫ বছর শীর্ষক অনুষ্ঠানের পরিসমাপ্তি হবে বুধবার। ১৫ আগস্ট সোমবার, রায়গঞ্জ বিধানমঞ্চে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন রায়গঞ্জের সংসদ দেবশ্রী চৌধুরী। কেন্দ্রীয় সঞ্চার ব্যুরো, তথ্য ও সম্প্রচার মন্ত্রক ভারত সরকারের উদ্যোগে এই অনুষ্ঠানটি শুরু হয়। সহযোগিতায় ছিল স্বাধীনতার ৭৫ বর্ষ উদযাপন কমিটির উত্তর দিনাজপুর।
মঙ্গলবার দ্বিতীয় দিনের অনুষ্ঠানে আলোচনার বিষয়বস্তু ছিল-‘ বিশ্ব গুরুরূপে পুনরুত্থানের পথে ভারত’।
এদিনের অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন- সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের চেয়ারম্যান ড.জিষ্ণু বসু। মঙ্গলবার মূল্যবান বক্তব্য রেখেছেন রায়গঞ্জের সংসদ দেবশ্রী চৌধুরী, দেবশ্রী দেবী আর কি কি বলেছেন শুনুন-
বক্তব্য রাখেন ইতিহাসবিদ বৃন্দাবন ঘোষ। তিনি ভারতের স্বাধীনতা অর্জনে উত্তর দিনাজপুরের স্বাধীনতা সংগ্রামীদের ভূমিকার কথা উল্লেখ করেন।
এদিন বিধানমঞ্চে পুরুলিয়ার ছৌ নৃত্য পরিবেশিত হয়। আমরা দেখে নেব তারই এক ঝলক –
মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠানের শুরুতে সাংসদ দেবশ্রী চৌধুরী, ড. জিষ্ণু বসু, ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের আধিকারিক বীরাজ নারায়ণ রায়, উত্তরবঙ্গের স্বাধীনতার ৭৫ বছর উদযাপন কমিটি যুগ্ম সম্পাদক সৌমেন রায়, স্বাধীনতার ৭৫ বছর উদযাপন কমিটির উত্তর দিনাজপুর জেলার কর্মকর্তা সরোজ কুমার ঝা এবং উত্তর দিনাজপুরের ইতিহাস গবেষক ড.বৃন্দাবন ঘোষকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়।
রায়গঞ্জ বিধানমঞ্চে ড. জিষ্ণু বসুর বক্তব্য অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেছেন আগত অতিথি, দর্শকবৃন্দ।
তবে দ্বিতীয় দিনের অনুষ্ঠান যে দর্শকদের মনে দাগ কেটেছে তা cবলার অপেক্ষা রাখে না।
রায়গঞ্জের বিধানমঞ্চ থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।