Uttar Dinajpur : ক্ষুদ্র ব্যবসায়ীদের সচেতনতা বাড়াতে সচেষ্ট সি আই আই

আরও পড়ুন

মঙ্গলবার দুপুরে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের তরফে একটি সভার আয়োজন করা হয়। উত্তরবঙ্গ এম এস ই ফেসিলেশন কাউন্সিল এর সঙ্গে জেলা প্রশাসন যুগ্ম ভাবে ক্ষুদ্র ব্যবসায়ীদের সচেতনতার উদ্দেশে এই সভাটি আয়োজিত হয়। উত্তর দিনাজপুর জেলা পরিষদের রবীন্দ্র সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় সি আই আই-এর সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন জেলা সমাহর্তা অরবিন্দ কুমার মিনা, এ ডি এম (ডেভলপমেন্ট) মানস মণ্ডল, রায়গঞ্জ বিধানসভার বিধায়ক তথা বিশিষ্ট শিল্পপতি তথা সি আই আই-এর সদস্য কৃষ্ণ কল্যাণী, ওয়েস্ট বেঙ্গল চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক শংকর কুন্ডু, মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী প্রমুখ। মূলত রাজ্য সরকার ক্ষুদ্র শিল্পপতিদের যে সাবসিটি দিয়ে সাহায্য করছে তাতে ব্যবসায়ীরা যত শিল্পের দিকে ঝুঁকবে তাদেরও তত সমাজের লাভ বলে জানিয়েছেন জেলা সমাহর্তা অরবিন্দ কুমার মিনা। বেশ কিছু সংখ্যক সরকারি ব্যবসায়ী বা বেসরকারি স্তরে মাল বিক্রয়ের পর বিক্রিত মালের দাম পান না। তাই এখন থেকে সি আই আই সচেষ্ট যেন ব্যবসায়ীদের টাকা চোট না হয় সেদিকে নজর রাখবেন তারা।

রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close