তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পুরবোর্ডের বিরুদ্ধে দীর্ঘ বঞ্চনার অভিযোগ তুলে অস্থায়ী পুরকর্মচারীদের বিক্ষোভ রায়গঞ্জ পুরসভায়। একাধিকবার বেতন বৃদ্ধি-সহ পুরকর্মীদের একাধিক দাবি পেশ করলেও পুরবোর্ড তার মান্যতা দিলেও এখনও বাস্তবায়িত না হওয়ায় এই বিক্ষোভ বলে আই এন টি টি ইউ সি পরিচালিত পুরকর্মচারী ফেডারেশনের বিক্ষোভকারীরা জানান। সকাল থেকে পুরসভার গেট আটকে শতাধিক কর্মীদের চলছে বিক্ষোভ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও পুরকর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
Fourteen Time Line, Uttar Dinajpur