Raiganj : মহা চতুর্থীতে ‘সংকল্প’ ও বিধায়কের পক্ষ থেকে বস্ত্র বিতরণ কর্মসূচি

আরও পড়ুন

বৃহস্পতিবার ছিল মহা চতুর্থী। দেবী পক্ষের শুভ লগ্নে রায়গঞ্জের একটি স্বেচ্ছাসেবী সংস্থা ‘সংকল্প’-এর পক্ষ থেকে প্রায় ২০০ জন আর্থিক ভাবে পিছিয়ে পড়া শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়। রেল স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের পার্শ্ববর্তী স্থানে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এদিন সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে ওই সংস্থার পক্ষ থেকে শ্রাবণী রায় জানান, বিগত বছরের মতো এবছরও কিছু ভাই-বোনদের হাতে নতুন পোশাক হাতে তুলে দিয়ে তাদের মুখে তারা হাসি ফুটিয়ে তুলেছে। তিনি আরও বলেন, ভবিষ্যতে সেই ভাইবোনদের পথ চলতে কোনওরকম কটূক্তির শিকার না হতে হয় তাই সচেতনভাবে তাদের ছবি তোলা হয়নি।

সূত্রের খবর, বৃহস্পতিবারের এই কর্মসূচি সাফল্যমণ্ডিত করতে আর্থিকভাবে সাহায্য করেন বিশিষ্ট সমাজসেবী কৃষ্ণ কল্যাণী-সহ সংকল্প পরিবারের কিছু শুভানুধ্যায়ী গণ। সর্বপরি ‘সংকল্প’ পরিবারের প্রতিটি সদস্যের ঐকান্তিক প্রচেষ্টায় ওই কর্মসূচিটি সুসম্পন্ন করা হয়।

এছাড়াও এই কর্মসূচিতে ‘সংকল্প’ সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন শুভম সরকার, অনুরাধা অধিকারী, তাপসী পাল, প্রবাল সাহা, সৌমেন ঘোষ, সঙ্গীতা দত্ত, সঞ্চিতা দত্ত, অদিতি দাস, প্রদীপ্ত ঘোষ, অজয় বালা-সহ আরও অনেকেই।

ফোর্টিন টাইমলাইন, রায়গঞ্জ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close