উন্নয়নের ম্যারাথনে শামিল অসংখ্য গুণীজন, প্রশংসা পেলেন ডি এম

আরও পড়ুন

বাংলার ১১ বছর উন্নয়নের পূর্তি উপলক্ষে ম্যারাথন অনুষ্ঠিত হল রায়গঞ্জ শহরে। রবিবার সকালে রাজ্য সরকারের উন্নয়ন কর্মযজ্ঞে শামিল হতে মা মাটি মানুষের সরকারের ১১ বছর পূর্তি উপলক্ষে রায়গঞ্জে ম্যারাথন দৌড়ে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করলেন।

উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৬টা বেজে ১০ মিনিটে রায়গঞ্জ স্টেডিয়াম মাঠ থেকে উন্নয়নের ১১ বছর উপলক্ষে ম্যারাথনে অংশ নেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী গোলাম রব্বানি, করনদিঘির বিধায়ক গৌতম পাল, উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দ কুমার মীনা, রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সানা আখতার, রায়গঞ্জ পুরসভার পুরাপিতা সন্দীপ বিশ্বাস,উপ-পুরাপিতা-সহ জেলা পুলিশ প্রশাসনের আধিকারিকেরা ছাড়াও অংশ নেন কয়েক হাজার যুবক-যুবতী ও সাধারণ মানুষ। রাজ্যের দুই মন্ত্রী গোলাম রব্বানি, সাবিনা ইয়াসমিন এবং বিধায়ক গৌতম পাল ম্যারাথন দৌড়ে সাইকেল চালিয়ে অংশ নেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরনায় বাংলার উন্নয়নের ১১ বছর পূর্তি উপলক্ষে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে এই ম্যারাথন শুরু হয় রায়গঞ্জ স্টেডিয়াম ময়দান থেকে। স্টেডিয়াম ময়দান থেকে শুরু হয়ে জেলখানা মোড় হয়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে শিলিগুড়ি মোড় পৌঁছয় ম্যারাথন র‍্যালী।

সেখান থেকে রায়গঞ্জ শহরের রাজপথ পরিক্রমা করে আবার রায়গঞ্জ স্টেডিয়ামে এসে দীর্ঘ ৬ কিলোমিটার পথ পেরিয়ে রায়গঞ্জ স্টেডিয়াম ময়দানে এসে শেষ হয় ঐতিহ্যবাহী ম্যারাথন র‍্যালী। পরে রায়গঞ্জ স্টেডিয়াম ময়দানে রাজ্য সরকারের এই ১১ বছরের সার্বিক উন্নয়নের খতিয়ান তুলে ধরেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী গোলাম রব্বানি। তবে এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সাবিনা ইয়াসমিন উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দ কুমার মিনার প্রশংসায় পঞ্চমুখ হন। তিনি তাঁকে ধন্যবাদও দেন। তবে দিনের কর্মযজ্ঞে শামিল হতে পেরে সকলেই খুশি।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close