রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রাণী সম্পদ বিকাশ বিভাগের রায়গঞ্জ এগ প্রডিউসার্স প্রাইমারি কো-অপারেটিভ সোসাইটির শুভ উদ্বোধন হল বুধবার।এদিন রায়গঞ্জের রবীন্দ্র ভবনে এই কর্মসূচি পালিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষা এবং সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী গোলাম রব্বানি, উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন, রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি ছিতা টুডু, রায়গঞ্জ পুরসভার পুর-প্রশাসক সন্দীপ বিশ্বাস-সহ বিশিষ্ট ব্যক্তিরা।
এদিনের অনুষ্ঠানের মূল বিষয় ছিল, মুরগির ডিম উৎপাদন এবং তা কি করে বাজারজাত করতে হয়, সেই বিষয়টি সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করা। পাশাপাশি, কিভাবে মুরগির ডিম উৎপাদন বাড়াতে হবে তাও এই অনুষ্ঠানে বলা হয়েছে। মূলত মেয়েদের স্বনির্ভর করে তোলার ক্ষেত্রে এই কর্মসূচি পালন করা হয়।
এপ্রসঙ্গে রায়গঞ্জ পুরসভার পুর-প্রশাসক সন্দীপ বিশ্বাস কি বলেছেন শুনব-
ফোর্টিন টাইম লাইন, রায়গঞ্জ।