Raiganj : গরমের ছুটির পর প্রথম পরীক্ষার দিনে স্কুলগুলির সামনে ভিড়

আরও পড়ুন

মঙ্গলবার গরমের ছুটির পর প্রথম পরীক্ষার দিন ধার্য হওয়ায় রায়গঞ্জের প্রতিটি বিদ্যালয়ের সামনে মাত্রাতিরিক্ত ভিড় লক্ষ্য করা গেল। নিত্যযাত্রী থেকে শুরু করে ছাত্র-ছাত্রীদের অভিভাবক এমনকি বিদ্যার্থীরা পর্যন্ত এদিন নাজেহাল হন ।

রায়গঞ্জ গার্লস হাই স্কুলের সামনে স্কুল রোডটি সংকীর্ণ হাওয়ায় প্রায়শই সমস্যায় পড়েন মানুষ। এদিন সেন্ট জেভিয়ার্স রায়গঞ্জ, স্কুলের সামনেও ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এর মূল কারণ হিসেবে সিভিক ভলান্টিয়াররা অভিভাবকদেরই দায়ী করেছেন। কারণ বর্ণনা করতে গিয়ে তারা জানান, ছেলে মেয়েদের নামিয়ে অভিভাবকেরা চার চাকা কিংবা মোটরবাইককে মাঝপথেই ঘুরিয়ে নিচ্ছেন। দায়ী টোটো চালকেরাও। তারাও ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ের অদূরে নামিয়ে দিয়ে মাঝ রাস্তায় যানবাহনটিকে ঘুরিয়ে দিচ্ছেন । সংগত কারণেই পেছনে থাকা দূরপাল্লার যানবাহন থেকে শুরু করে বিদ্যালয়মুখী ছাত্র-ছাত্রী এমনকি গুরুমশাইরা পর্যন্ত সমস্যায় পড়ছেন। বিষয়টির স্থায়ী সমাধান চেয়েছেন সকলেই।

সরিতা পান্ডের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close