তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পুরবোর্ডের বিরুদ্ধে আন্দোলনে নামল অস্থায়ী কর্মীরা। দীর্ঘ বঞ্চনার অভিযোগ তুলে অস্থায়ী পুরকর্মচারীদের বিক্ষোভ চলছে রায়গঞ্জ পুরসভায়। একাধিকবার বেতন বৃদ্ধি-সহ পুরকর্মীদের নানাবিধ দাবি পেশ করেন। পুরবোর্ড এর তরফে তার মান্যতাও মিলেছিল। শেষমেশ তা বাস্তবায়িত না হওয়ায় বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়ে যেতে চান। তৃণমূল আশ্রিত আইএনটিটিইউসি পরিচালিত পুর-কর্মচারি ফেডারেশনের বিক্ষোভকারীরা জানান- শনিবার সকাল থেকেই পুরসভার গেট আগলে শতাধিক কর্মীদের চলছে বিক্ষোভ কর্মসূচি।
ঘটনাকে কেন্দ্র করে অস্থায়ী পুর-কর্মচারিদের পরিবারও উদ্বেগে রয়েছে। যদিও পুরকর্তৃপক্ষের তরফে এখনো কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে অস্থায়ী কর্মীদের তরফে বিক্ষোভকারী শম্ভু ঘোষ কি জানিয়েছেন শুনুন –
প্রসঙ্গত, রায়গঞ্জ পুরসভার ভোট শীঘ্রই ঘোষিত হতে চলেছে। অস্থায়ী পুর কর্মীদের আশংকা- একবার ভোট ঘোষণা হয়ে গেলে তাদের স্থায়ীকরণ কোনভাবেই সম্ভব নয়। তাদের পুনরায় আগামী ৫ বছরের জন্য অপেক্ষা করতে হবে। তাই তারা পুরভোট ঘোষণার আগেই তাদের স্থায়ীকরণের জন্য ঝাঁপিয়ে পড়েছেন। শেষমেশ কি হয় সেটাই এখন দেখার।