Raiganj: পুরসভার গেট আগলে বিক্ষোভ, ভোট ঘোষণার আগেই স্থায়ীকরণ চান অস্থায়ী কর্মীরা

আরও পড়ুন

তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পুরবোর্ডের বিরুদ্ধে আন্দোলনে নামল অস্থায়ী কর্মীরা। দীর্ঘ বঞ্চনার অভিযোগ তুলে অস্থায়ী পুরকর্মচারীদের বিক্ষোভ চলছে রায়গঞ্জ পুরসভায়। একাধিকবার বেতন বৃদ্ধি-সহ পুরকর্মীদের নানাবিধ দাবি পেশ করেন। পুরবোর্ড এর তরফে তার মান্যতাও মিলেছিল। শেষমেশ তা বাস্তবায়িত না হওয়ায় বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়ে যেতে চান। তৃণমূল আশ্রিত আইএনটিটিইউসি পরিচালিত পুর-কর্মচারি ফেডারেশনের বিক্ষোভকারীরা জানান- শনিবার সকাল থেকেই পুরসভার গেট আগলে শতাধিক কর্মীদের চলছে বিক্ষোভ কর্মসূচি।

ঘটনাকে কেন্দ্র করে অস্থায়ী পুর-কর্মচারিদের পরিবারও উদ্বেগে রয়েছে। যদিও পুরকর্তৃপক্ষের তরফে এখনো কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে অস্থায়ী কর্মীদের তরফে বিক্ষোভকারী শম্ভু ঘোষ কি জানিয়েছেন শুনুন –

প্রসঙ্গত, রায়গঞ্জ পুরসভার ভোট শীঘ্রই ঘোষিত হতে চলেছে। অস্থায়ী পুর কর্মীদের আশংকা- একবার ভোট ঘোষণা হয়ে গেলে তাদের স্থায়ীকরণ কোনভাবেই সম্ভব নয়। তাদের পুনরায় আগামী ৫ বছরের জন্য অপেক্ষা করতে হবে। তাই তারা পুরভোট ঘোষণার আগেই তাদের স্থায়ীকরণের জন্য ঝাঁপিয়ে পড়েছেন। শেষমেশ কি হয় সেটাই এখন দেখার।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close