Uttar Dinajpur : ডেঙ্গু এলাকা পরিদর্শন জেলা সভাধিপতির

আরও পড়ুন

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের সুভাসগঞ্জের কোতগ্রাম এলাকায় ডেঙ্গু পরিদর্শনে গেলেন জেলা সভাধিপতি। বেশ কিছুদিন যাবৎ ওই এলাকায় ডেঙ্গু আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেলেও এখনও পর্যন্ত সমস্যার সমাধান হয়নি। মঙ্গলবার জেলা সভাধিপতি পম্পা পাল, রায়গঞ্জ ব্লক আধিকারিক শুভজিৎ মণ্ডল, রায়গঞ্জ ব্লক স্বাস্থ্য আধিকারিক আলতামাজ আলি, ১০ নম্বর মাড়াইকুরা গ্রাম পঞ্চায়েত প্রধান তৃষা প্রামাণিক ওই এলাকা পরিদর্শনে যান। এলাকার মানুষদের সচেতন করার উদ্দেশে স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে জন প্রতিনিধিরা ওই এলাকা ঘুরে দেখেন। জঙ্গল পরিষ্কার, জল জমতে না দেওয়া, নিয়মিত মশারী ব্যবহারের পরামর্শ দেন তারা। এলাকায় টোটো করে সচেতনতা মূলক মাইকিংও করানো চলছে। এতে খুশি এলাকার সাধারণ মানুষও। তবে ডেঙ্গু আক্রান্তদের সঠিক পরিসংখ্যান চেপে যাওয়ার কোনও বিষয় নেই বলে জানিয়েছেন রায়গঞ্জ ব্লক স্বাস্থ্য আধিকারিক আলতামাজ আলি। এমনকি এলাকায় ডেঙ্গু নির্মূল না হলেও তার সংখ্যা কমছে বলে জানিয়েছেন রায়গঞ্জ ব্লক আধিকারিক শুভজিৎ মণ্ডল।

রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close