Raiganj: রথের মেলার জন্য সাজছে দেবীতলা

আরও পড়ুন

শতাব্দীপ্রাচীন রথের মেলা নিয়ে সেজে উঠেছে রায়গঞ্জের দেবীনগরের দেবীতলা। আয়োজকদের বক্তব্য- তাদের কাছে এত বিপুলসংখ্যক ব্যবসায়ীরা প্রসরা নিয়ে হাজির হন, তারা অস্থায়ী দোকানঘরের জন্য জায়গা দিতে পারেন না।
আয়োজক তপন সাহা জানান, এখানে রথযাত্রা উপলক্ষে রাধামাধবের ছবি মূর্তি পূজিত হন সাতদিন যাবত। এই দিনটির জন্য বছরভর মানুষ অপেক্ষা করে থাকেন। শ্রী সাহা রথযাত্রা নিয়ে আর কি কি বলেছেন শুনবো-

রায়গঞ্জের দেবীনগরের দেবীতলা থেকে শুভম সরকারের রিপোর্ট, টাইম ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close