বৃহস্পতিবার সন্ধ্যা সওয়া ৬টা থেকে শুরু হয়েছে রায়গঞ্জে কালবৈশাখী ঝড়। প্রথম পনেরো মিনিট যাবত্ চলে ইলশেগুঁড়ি বৃষ্টি। এরপর ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয়েছে বিদ্যুৎ বিভ্রাট। অসংখ্য অফিস যাত্রীরা আটকে পড়েছেন মাঝপথে। তাদের কেউ কেউ আবার কাক ভেজা হয়ে ঘরেও ফিরেছেন। চলছে মেঘ গুর গুর ডাক, সঙ্গে তীব্র বিদ্যুতের চমক। বজ্রপাতের আশঙ্কায় রাস্তার দু’পাশের দোকানগুলিতে আশ্রয় নিয়েছেন বহু পথচলতি মানুষ। কিছু কিছু জায়গায় ভেঙে পড়েছে গাছের ডাল। বিক্ষিপ্ত অবস্থায় বেশ কিছু জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় অন্ধকারেই রাত কাটানোর আশঙ্কায় ভুগছেন কেউ কেউ। তবে সাড়ে ছটা নাগাদ ঝড়ো হাওয়া খানিকটা কমলেও পুনরায় শুরু হয়েছে তীব্র ঝড়ের তান্ডব। নির্দিষ্ট সময়ের কিছু আগেই ঝড়-বৃষ্টি শুরু হওয়ায় শঙ্কিত অনেকেই।
কাল বৈশাখীতে নাকাল রায়গঞ্জ
- Advertisement -