আর্থিকভাবে অসচ্ছল মানুষদের গরম কম্বল ও বাচ্চাদের সোয়েটার দান রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজের টিএমসিপি ইউনিট-এর পড়ুয়াদের। তারা একসঙ্গে মিলে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে তথা জাতীয় যুব দিবসকে সামনে রেখে সোমবার রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে প্রায় ৭০ জনকে গরম কম্বল ও সোয়েটার তুলে দেয়। এই প্রবল শৈত্য প্রবাহে গরম পোশাক ও কম্বল পেয়ে খুশি অসহায়রা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের এম এস ভি পি প্রিয়ঙ্কর রায়, প্রিন্সিপাল ড. কৌশিক সমাদ্দার, ড. ভাস্কর দেবনাথ, ড. সরোজিৎ বন্দোপাধ্যায়-সহ আরও অনেকে।
রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে জয়দীপ দত্তের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।