Uttar Dinajpur : পুজো কার্নিভাল নিয়ে সাজ সাজ রব রায়গঞ্জে

আরও পড়ুন

আগামী ২৬ অক্টোবর, বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের জেলা সদর রায়গঞ্জ শহরে গত বছরের মতো পুজো কার্ণিভাল অনুষ্ঠিত হতে চলেছে। এবিষয়ে স্থানীয় বিধানমঞ্চে সোমবার একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তারা গতবারের তুলনায় আরও আকর্ষণীয় অনুষ্ঠান উপহার দেওয়ার চেষ্টা করবেন বলে উদ্যোগ নেওয়া হয়েছে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রায়গঞ্জের মহকুমা সমহর্তা কিংশুক মাইতি, রায়গঞ্জ পুরসভার পুর-প্রশাসক সন্দীপ বিশ্বাস, রায়গঞ্জ থানার আইসি সৌরভ সেন, রায়গঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভজিৎ মন্ডল-সহ দমকল এবং স্বাস্থ্য দফতরের আধিকারিক-সহ বিভিন্ন সম্মানীয় কর্তাব্যক্তিরা।
এই অনুষ্ঠানকে সফল করতে স্থানীয় গীতাঞ্জলি সিনেমা হলের সামনে বড় মাপের মঞ্চ গড়া হয়েছে। সেখান থেকেই সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার জন্য মুখিয়ে রয়েছেন রায়গঞ্জের মানুষ। তবে গতবার কার্নিভালের রাতে বলদের গুঁতোয় নিহত হওয়া বৃদ্ধের মর্মান্তিক মৃত্যুর ঘটনা যেনও না ঘটে সেদিকেও সদা সতর্ক প্রশাসন।
রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close