Raiganj: দু’বছর পর ফের এক্সপো মেলা, খুশি রায়গঞ্জবাসী

আরও পড়ুন

গত দু’বছর পর রায়গঞ্জে শুরু হতে চলেছে এক্সপো মেলা। রায়গঞ্জ স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে এই মেলা। মেলা আরম্ভ হবে আগামী ২২ জুলাই থেকে। জানা গেছে, টানা এক মাস পর্যন্ত চলবে এই মেলা। এই খবর পেয়ে খুশি রায়গঞ্জ সহ সংলগ্ন এলাকাবাসী।

গত দু’বছর ধরে করোনার প্রকোপের কারণে সমস্ত কিছু বন্ধ ছিল। ফলে, সাধারণ মানুষেরা অনেক সমস্যার মধ্যে পড়েছিলেন। পেটের টানে অনেকেই অনেকের জীবিকাও পরিবর্তন করে ফেলেন। এই করোনার কারণে সমস্ত কিছু বন্ধ থাকার ফলে রায়গঞ্জে হওয়া এক্সপো মেলাও গত দু’বছর ধরে বন্ধ ছিল। এতদিন পর অর্থাৎ প্রায় দু’বছর পর পুনরায় রায়গঞ্জ স্টেডিয়ামে মেলা হতে চলেছে। এই মেলায় যারা দোকান দেন তারাও যেমন খুশি ঠিক তেমনই রায়গঞ্জবাসীদের মধ্যেও খুশির হাওয়া ছড়িয়ে পড়েছে।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close