রবিবার পরীক্ষাকেন্দ্রে সময়মতো আসতে না পারায় পরীক্ষা দিতে পারলেন না কিছু পরীক্ষার্থীরা। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মোহনবাটি উচ্চ বিদ্যালয়ের সামনে ক্ষোভ প্রকাশ করেন তারা।
সূত্রের খবর, রবিবার বেলা ১২ টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত পরীক্ষা চলে। এদিন পরীক্ষার্থীদের মধ্যে কয়েকজন পরীক্ষা দিতে না পারায় এক পরীক্ষার্থীর স্বামী ক্ষোভ প্রকাশ করেন। তার অভিযোগ, তারা পরীক্ষা শুরু হওয়ার ১৯ মিনিট আগে উপস্থিত হয়েও তার স্ত্রীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়নি। কিন্তু ওই বিদ্যালয়েরই প্রধান শিক্ষক পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ আগেই এসেছে বলে তার দাবি।
ফোর্টিন টাইমলাইন, রায়গঞ্জ।