সোমবার সকালে রায়গঞ্জের মোহনবাটি এলাকার একটি কাপড়ের দোকানের দোতলায় আগুন লাগে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন তাদের তৎপরতায় আগুন নিভে যায়। ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। রায়গঞ্জের দেহশ্রী মোড় লাগোয়া মোহনবাটি এলাকায় প্রায় শতাব্দীপ্রাচীন পুরোনো দুটি দোকান রয়েছে। আচমকা দোতলা থেকে ধোঁয়া বেরোলে তারা ছুটে যান আগুনের উৎসের খোঁজে। পরে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। যেহেতু এলাকায় বেশ কয়েকটি কাপড়ের দোকান সহ দুটি মহল রয়েছে, তাই মুহূর্তে আগুন লাগার খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ক্ষনিকের মধ্যে এলাকায় ভিড় জমে যায়। খবর পেয়ে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল বাহিনী এবং রায়গঞ্জ থানার পুলিশ।
রায়গঞ্জের মোহনবাটি থেকে উত্তম পাল ও প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।