Raiganj : প্রকাশিত হ’ল “গৌড়বঙ্গের লোক সংস্কৃতি”

আরও পড়ুন

বুধবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের হল ঘরে বাংলা বিভাগ আয়োজিত একটি বই “গৌড়বঙ্গের লোক সংস্কৃতি” প্রকাশিত হল। বইটির সম্পাদক প্রফেসর আব্দুর রহিম গাজী। বর্তমানে তিনি এখন আলিয়া বিশ্ববিদ্যালয়ে কর্মরত।

সূত্রের খবর, তিনি দীর্ঘদিন যাবৎ কর্মসূত্রে উত্তরবঙ্গে থাকায় এখানকার কথা ও সংস্কৃতি তুলে ধরেছেন বইটিতে। বুধবার বিশ্ববিদ্যালয়ের এই অনুষ্ঠানে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন প্রফেসর দীপক কুমার রায়, বিশিষ্ট লোক গবেষক তরণী রায় মোহন্ত-সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। বইটি প্রকাশিত হওয়ায় উচ্ছ্বসিত পড়ুয়া-সহ এই সমাজের আপামর সংস্কৃতি প্রেমী মানুষ।

রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close