Raiganj : ফের গোখরো সাপ উদ্ধার ভূপালপুরে

আরও পড়ুন

ভূপালপুর এস এস কে লাগোয়া অঞ্চল থেকে উদ্ধার আড়াই হল ফুটের কেউটে সাপ।
রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ রায়গঞ্জের দুর্গাপুর রাজবাড়ি সংলগ্ন ভূপালপুর এস এস কে স্কুলের পাশে একটি ছোট কেউটে সাপকে ঘুরে বেড়াতে দেখেন সেখানকার গ্রামবাসীর। তারা সাপটিকে মেরে ফেলতে চান, কারন কয়েকদিন আগেই সেই স্কুলের ভেতরে বেশ কিছু গোখরো সাপের বাচ্চাকে দেখে স্কুলের ছাত্রদের নিরাপত্তার কথা ভেবে সাপগুলিকে কিছু গ্রামবাসী পিটিয়ে মেরে ফেলেন বলে অভিযোগ। কিন্তু এবার ওই গ্রামেরই বাসিন্দা লালমন আলি রুখে দাঁড়ান গ্রামবাসীদের সাপ মেরে ফেলার বিরুদ্ধে । জীবনের ঝুঁকি নিয়ে তিনি নিজেই সাপটিকে ধরে কৌটবন্দি করে ফেলেন। তারপর খবর দেন উত্তর দিনাজপুর পিপল ফর এনিম্যালস-এর অফিসে। খবর পেয়ে সংস্থার সম্পদক গৌতম তান্তিয়া এবং সদস্য সৈকত সাহাকে নিয়ে ভূপালপুরে যান এবং কেউটে সাপটিকে উদ্ধার করে নিয়ে আসেন। সাপ উদ্ধার করার পর গ্রামবাসীদের বন্যপ্রাণী সংরক্ষণ আইন সম্পর্কে সচেতন করে বলা হয়- তারা যেনও কোনও বন্যপ্রাণী হত্যা না করেন। পাশাপাশি সাপে কামড় দিলে ওঝা বা গুনিনের কাছে না গিয়ে সোজা হাসপাতালে নিয়ে যান। সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ জানান হয় লালমন আলিকে সাপটিকে রক্ষা করার জন্য। তার সঙ্গে তাকে সাবধানও করে দেওয়া হয় যে বিনা প্রশিক্ষণ-এ কোনও সাপ না ধরতে। উদ্ধার করা সাপটিকে তার স্বাভাবিক বাসস্থানে ছেড়ে দেওয়া হয়েছে।

ফোর্টিন টাইমলাইন, ভূপালপুর , উত্তর দিনাজপুর।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close