প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। এতে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। কিছুদিন আগেই গ্যাসের দাম বৃদ্ধি পাওয়াতে আম-নাগরিকদের কপালে চিন্তার ভাজ পড়েছিল। সেই চিন্তার ভাজ যেনও আজ মুখ থুবড়ে পড়ার মতো। বৃদ্ধি পেল নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। তাও আবার ৫ শতাংশ জিএসটি। এর আগে তো দাম বৃদ্ধি পেয়েছিল। সেই বৃদ্ধির উপরেই আবার জিএসটি বসাল সরকার। ফলে সংসার চালাবেন কি করে সাধারণ মানুষ? প্রশ্ন জেগেছে ক্রেতা থেকে বিক্রেতা উভয়ের মনেই।
পাশাপশি আরেক ক্রেতা জানিয়েছেন, “মানুষের আয় বাড়ছে না। আয় আরও কমে যাচ্ছে। এদিকে গ্যাসের দাম বাড়ল, আবার মুদি দোকানের জিনিসের দাম বৃদ্ধি পেল। চলবো কি করে?” সরকারের কাছে আবেদন জানিয়েছেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানোর জন্য।
রায়গঞ্জ থেকে শুভম সরকারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।