Hemtabad : সত্যজিত বাবু মন্ত্রী, আনন্দে উদ্বেল উত্তরদিনাজপুর

আরও পড়ুন

রাজ্য মন্ত্রীসভার দুই সদস্যর প্রয়ান,দুর্নীতি কান্ডে পার্থ চট্টোপাধ্যায়ের অপসারণের পর মন্ত্রীসভার রদবদল আসন্ন হয়ে উঠেছিল। এই রদবদলে মন্ত্রিসভায় জায়গা পেলেন উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের বিধায়ক সত্যজিত বর্মন।

প্রসঙ্গত,পেশাগতভাবে ব্যবসার সঙ্গে যুক্ত থাকলেও সত্যজিতবাবু দীর্ঘদিন যাবত রাজনীতি করে আসছেন। রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পদেও আসীন রয়েছেন তিনি। গত বিধানসভা নির্বাচনে হেমতাবাদ আসনে বিজেপি প্রার্থী চাঁদিমা রায়কে হারিয়ে জয় পান সত্যজিৎ। পরবর্তীতে তাকে জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করা হয়। কয়েকদিন আগে সত্যজিতবাবুকে এই পদ থেকে সরিয়ে চেয়ারম্যান করা হয় কালিয়াগঞ্জের তৃণমূল কংগ্রেস নেতা শচীন সিংহরায়কে। তখন জল্পনা ছড়ায়, তাহলে কী মন্ত্রিসভায় আনা হচ্ছে হেমতাবাদের বিধায়ককে? অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে রাজ্য মন্ত্রিসভায় জায়গা পেলেন সত্যজিত বাবু।

উল্লেখ্য,বুধবার রাজভবনে প্রতিমন্ত্রী হিসাবে তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল লা গনেশান। এদিকে মন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরেই হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় আনন্দে মেতে ওঠেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। বিভিন্ন জায়গায় আবীর খেলার পাশাপাশি মিষ্টি মুখ করানো হয়। কর্মী সমর্থকদের আশা সত্যজিত বাবু মন্ত্রী হওয়ায় উত্তর দিনাজপুর জেলার সামগ্রিক উন্নয়ণ ত্বরান্বিত হবে।

ফোর্টিন টাইম লাইন, হেমতাবাদ ও রায়গঞ্জ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close