Raiganj : বন্ধ্যাত্বকরণ করাতে গিয়ে গৃহবধূর মৃত্যু ! ক্ষুব্ধ পরিবার

আরও পড়ুন

বন্ধ্যাত্বকরণ করাতে গিয়ে বাসন্তী কোড়া নামের এক গৃহবধূর মৃত্যু ঘটেছে। মৃতার বয়স ২৭ বছর। এই ঘটনাটি ঘটেছে মহারাজা হাট এলাকায় থাকা রায়গঞ্জ ব্লক স্বাস্থ্য কেন্দ্রে। ঘটনাটিকে ঘিরে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

সূত্রের খবর, মৃত সেই গৃহবধূর নাম বাসন্তী কোড়া। তিনি রায়গঞ্জ ব্লকের পানিশালা গ্রামের বাসিন্দা। স্বামীর নাম পাঁচলা কোড়া। তাদের চার সন্তান। মঙ্গলবার মহারাজা গ্রামে ব্লক স্বাস্থ্যকেন্দ্রে বন্ধ্যাত্বকরণ করানোর জন্য রায়গঞ্জ হাসপাতালে ভর্তি হন সেই গৃহবধূ। সূত্রের খবর, তার অস্ত্রোপচারের পর থেকেই তিনি স্বাসকষ্টে ভুগতে থাকেন। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। রায়গঞ্জ ব্লক স্বাস্থ্য থেকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সেই গৃহবধূর হাসপাতালেই মৃত্যু হয়।

পরিবারের দাবি, বাসন্তীদেবীকে কখন অস্ত্রোপচারের জন্য নিয়ে যাওয়া হয় তার পরিবারের সদস্যরা জানতেন না। এবিষয়ে পঞ্চায়েত প্রধানের স্বামী বলেন, মহারাজা হাসপাতালে ঠিকমতো চিকিৎসা হচ্ছিল না। অস্ত্রোপচারের আগে যে শারীরিক পরীক্ষাগুলি করা হয় তাও করা হয় না। পরিবারের অভিযোগ, চিকিৎসায় গাফিলতি থাকার ফলেই এমন ঘটনাটি ঘটেছে। এঘটনার ফলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মৃতার পরিবারের সদস্য।

রায়গঞ্জ থেকে শুভম সরকারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close