রায়গঞ্জের গৃহবধূ সুপ্রিয়া দত্ত খুনের ঘটনার পাঁচ দিনের মাথায় সন্দেহভাজন অভিযুক্ত প্রবাল সরকারকে আলিপুরদুয়ারের ফালাকাটা থেকে গ্রেফতার করল রায়গঞ্জ থানার পুলিশ। তাকে ছোট চাকার গাড়িতে করে রায়গঞ্জের উদ্দেশে নিয়ে আসা হচ্ছে।
রায়গঞ্জের রবীন্দ্রপল্লির গৃহবধূ সুপ্রিয়া দত্ত হত্যাকান্ডে মূল অভিযুক্তকে গ্রেফতার করল রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ। বুধবার আলিপুরদুয়ার জেলার ফালাকাটার একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত ব্যাক্তির নাম প্রবাল সরকার। বাড়ি কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধায়। উত্তর দিনাজপুর জেলার পুলিশ বুধবার তার স্বাস্থ্য পরীক্ষা করে রায়গঞ্জের উদ্দেশে রওনা দিয়েছে।
গত ১১ নভেম্বর রায়গঞ্জ শহরের রবীন্দ্রপল্লি এলাকায় দেবাশীষ দত্তের বাড়িতে ঢুকে স্ত্রী সুপ্রিয়া দত্তকে নৃশৃংসভাবে খুন করে বলে অভিযোগ। বিবাহ বর্হিভূত সম্পর্কের জেরে খুন বলে রায়গঞ্জ পুলিশ জেলার রায়গঞ্জ কোতোয়ালি থানার পুলিশ জানতে পারে। এই খুনের ঘটনায় কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা এলাকার প্রবাল সরকার নামে এক যুবক যুক্ত বলে পুলিশ জানতে পারে। পুলিশ সেই তথ্যকে হাতিয়ার করে প্রবালের পিছু ধাওয়া করে। উত্তর দিনাজপুর জেলার পুলিশ জানতে পারে- আলিপুরদুয়ার জেলার ফালাকাটার একটি হোটেলে গা ঢাকা দিয়েছে প্রবাল। ফালাকাটা থানার পুলিশ এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ যৌথ অভিযান চালিয়ে হোটেল থেকে প্রবালকে গ্রেফতার করে। পুলিশ অভিযুক্ত প্রবাল সরকারের কাছ থেকে সুপ্রিয়াদেবী ও তার ছেলের খোয়া যাওয়া মোবাইল দুটি উদ্ধার করেছে। সুপ্রিয়াদেবীর মোবাইল উদ্ধারের পর পুলিশ নিশ্চিত হয়ে যায়-গৃহবধূর সুপ্রিয়া খুনের ঘটনায় মূল অভিযুক্ত প্রবাল-ই। বুধবার তাকে আলিপুরদুয়ারে স্বাস্থ্য পরীক্ষা করে রায়গঞ্জের উদ্দেশে রওনা হয়েছে। বুধবার সন্ধ্যেবেলাতেই প্রবালকে রায়গঞ্জ থানায় ঢুকিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে প্রাথমিকভাবে জানা গেছে। রায়গঞ্জ পুলিশের অনুমান, পুলিশি জেরায় প্রবাল সমস্ত ঘটনা জানিয়ে দিলে সুপ্রিয়া মার্ডার কেসের বিষয়টি জলের মতো পরিষ্কার হয়ে যাবে।
উল্লেখ্য, সিসিটিভি-র ফুটেজ দেখে পুলিশ খানিকটা আন্দাজ করে- খুনের ঘটনায় মূল অভিযুক্ত প্রবাল ওই গৃহবধূকে খুনের পর দ্রুত গতিতে রায়গঞ্জ বিদ্যুৎ বন্টন কোম্পানি লিমিটেডের প্রশাসনিক ভবনলাগোয়া গলি থেকে দ্রুত গতিতে বেরিয়ে আসছিল। সেই সময় তাঁর পরনের ছিল ধূসর রংয়ের জিন্স, গায়ে লাল রঙের গেঞ্জি, মাথায় টুপি, মুখে ‘ফেস মাস্ক’ পায়ে স্নিকার্স,তখন সিসিটিভি-র ক্যামেরার ঘড়িতে বিকেল ৩টে বেজে ৪৭ মিনিট ৫২ সেকেন্ড। খুব দ্রুত গতিতে হেঁটে যাচ্ছিল অভিযুক্ত প্রবাল। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পুলিশ প্রবাল সরকারের সম্পর্কে আরও নিশ্চিত হয়ে যায়। এরপর থেকে পুলিশ মুখে কুলুপ এঁটে অভিযুক্তের খোঁজে ডুয়ার্সে পড়েছিল। তাদের অভিযান সফল হয়েছে। তবে বুধবার রাতে তদন্তকারী পুলিশ অফিসারেরা রায়গঞ্জে এনে জিজ্ঞাসাবাদ শুরু করলে খুনের উদ্দেশ্য জলের মতো পরিষ্কার হয়ে যাবে। যদিও উত্তর দিনাজপুরের মানুষ মুখে রয়েছে অভিযুক্ত খুনি প্রবালকে দেখতে।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে উত্তম পাল এবং আলিপুরদুয়ারের ফালাকাটা থেকে দেবাশীষ দাসের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।