Raiganj : ওরিয়েন্টের রক্তদানে শিবিরে বিপুল সাড়া

আরও পড়ুন

স্বর্গত পিতা বিমল ঘোষ-এর স্মৃতির উদ্দেশে একটি বড় মাপের রক্তদান শিবিরের আয়োজন করল রায়গঞ্জের ওরিয়েন্ট চ্যারিটেবল সোসাইটি। শনিবার বেলা ১১ টায় রায়গঞ্জের নট্টপাড়ায় এই শিবিরের আয়োজন করা হয়। স্থানীয় ‘মুক্তির কান্ডারী’ নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় তারা রক্তদান শিবির অনুষ্ঠিত করেছেন বলে রায়গঞ্জের ওরিয়েন্ট চ্যারিটেবল সোসাইটির সম্পাদক বিপ্লব ঘোষ জানান। ওরিয়েন্ট পরিবারের সদস্যরা ছাড়াও স্বেচ্ছা রক্তদাতারাও এদিন রক্তদান করেছেন।

প্রসঙ্গত, ২০০৮ সাল থেকে প্রয়াত পিতা বিমল ঘোষের স্মৃতির উদ্দেশে বিনামূল্যে দাতব্য চিকিৎসালয় চালিয়ে আসছেন ওরিয়েন্ট চ্যারিটেবল সোসাইটির কর্ণধার বিপ্লব ঘোষ। প্রতি শনিবার বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রোগী দেখেন। এবিষয়ে চিকিৎসক ডা: সঞ্জীব মণ্ডল কি বলেছেন শুনুন –

এদিনের অনুষ্ঠানে স্বর্গত বিমল ঘোষ-এর ছবিতে একে একে মাল্যদান করেছেন- বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির রায়গঞ্জ শাখার সাধারণ সম্পাদক তড়িৎ লাহিড়ী, ওরিয়েন্ট চ্যারিটেবল সোসাইটির কর্ণধার বিপ্লব ঘোষ, বিপ্লববাবুর সহধর্মিনী নন্দিতা ঘোষ, প্রয়াত বিমলবাবুর মেজ মেয়ে কাকলি ঘোষ (মহন্ত), প্রয়াত বিমলবাবুর দুই নাতি যথাক্রমে বিশাল ঘোষ ও আরমান ঘোষ, রায়গঞ্জ মার্চেন্ট আসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী, বসন্ত স্টোর্সের কর্ণধার পুনম চাঁদ শেঠিয়া, সাংবাদিক সুনীল চন্দ, স্বেচ্ছাসেবী সুব্রত সরকার, সাংবাদিক দীপঙ্কর মিত্র প্রমুখ। এদিন প্রায় ৫০ জন রক্তদাতা রক্ত দান করেছেন। রক্তের মতো অমূল্য সম্পদ দান করার জন্য প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে ‘মেমেন্টো’ তুলে দেওয়া হয়। এদিন ওরিয়েন্ট চ্যারিটেবল সোসাইটির পক্ষে বিপ্লব ঘোষ ঠিক কি কি বলেছেন শোনাব –

রক্ত সংকটের কারনে বহু মানুষ সমস্যায় পড়ছেন। এই রকম রক্তদান শিবির কিছুটা হলেও রক্তের সমস্যা মেটাবে, সেই সঙ্গে রক্তদানেও উৎসাহিত করবে সর্বস্তরের মানুষকে।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close