আমি ২০১৭ সালেও উত্তরবঙ্গে বড় পুরস্কার পেয়েছিলাম, তার চাইতেও আজকের পুরস্কার আমার কাছে ‘স্পেশাল’। কারণ আজকের পুরস্কার যারা দিয়ে আমাকে গর্বিত করেছেন, তারা আমার চাইল্ডহুড অর্থাৎ ছেলেবেলা দেখেছেন। যেমন অলিপ-দা রয়েছেন, রয়েছেন ভবানন্দ-দা, আছেন উত্তম-দা, রয়েছেন সুদীপ-দা। এছাড়াও বহু দাদারা আছেন, যারা আমার ‘চাইল্ডহুড’ দেখেছেন।যারা আজকে আমাকে পুরস্কৃত করে অনেক ‘বড়’ করে দিলেন। তাই আজকের পুরস্কারটা আমার কাছে অত্যন্ত আনন্দের, গর্বের এবং ‘স্পেশাল’-ও বটে। এদিন উপস্থিত জেলাশাসক অরবিন্দ কুমার মিনার বক্তব্যের রেশ টেনে বিধায়ক কৃষ্ণ কল্যাণী আর কি কি বলেছেন শুনুন-
আমার ‘শৈশব দেখা’ দাদাদের কাছে পুরস্কার পেয়ে আমি গর্বিত : কৃষ্ণ কল্যাণী
- Advertisement -