বুধবার সাত সকালে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানীর নেতাজি সুভাষ রোডের হাজারীলাল পেট্রোল পাম্পের পেছনে থাকা বাড়িতে হানা দিল ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বা আয়কর দফতর। একযোগে কৃষ্ণ কল্যানীর বাড়ি, মোহনবাটির দলীয় কার্যালয় পানিশালার কার্যালয়, বুলেট শো রুম, তৃণমূল কংগ্রেস কার্যালয়, কল্যানী সলভেক্স, ট্রাইব টিভি,ওয়া বাজার, পিআরএম শপিংমল, রিলায়েন্স স্মার্ট-সহ কৃষ্ণ কল্যাণীর সমস্ত প্রতিষ্ঠানে হানা দিয়েছে। বিশাল টিম আচমকাই সকাল সকাল বিধায়কের বাড়িতে ঢুকে পড়ে। বিধায়ককে বাড়ি থেকে বার হতে দেওয়া হয়নি। তৃণমূল কংগ্রেসের ১৮ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর প্রদীপ কল্যানী জানিয়েছেন, আচমকাই বিধায়কের বাড়িতে কেন্দ্রীয় গোয়ান্দা সংস্থা ঢুকে পড়ে। বাড়ি থেকে কাউকে বের হতে দেওয়া হচ্ছে না। রাজনৈতিক এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। ঠিক কি কারনে এই হানা তা বুঝে উঠতে পারছেন না অনেকেই।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।