Raiganj : নেশাগ্রস্তরাই শিব ঠাকুরের মূর্তিকে বিকৃত করেছে !

আরও পড়ুন

শিব ঠাকুরের প্রতিমা ভাঙচুর করা নিয়ে দেবীনগরের কান্তনগর এলাকায় পুলিশি টহলদারির দাবি তুলেছেন মানুষ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে রায়গঞ্জের দেবীনগরের কান্তনগর এলাকায়। ভাঙচুর করা হয়েছে শিব ঠাকুরের মাটির তৈরি প্রতিমা। তার হাত এবং পা ভেঙে দেওয়া হয়েছে। শরীরে ধাতববস্তু ঢুকিয়ে ছিদ্র করা হয়েছে। চুরি করা হয়েছে পেতলের পিলসুজ, (গাছা) প্রদীপ,ধাতব ত্রিশুল-সহ নানান সামগ্রী। এলাকাবাসীর অভিযোগ, এর আগেও এমন ঘটনা ঘটেছে। কে বা কারা অনুরূপ ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়ে ধর্মভীরু মানুষের ভাবাবেগে সুড়সুড়ি দিচ্ছে তা ভেবেই পাচ্ছেন না এলাকার মানুষ! সবচাইতে বড় কথা হ’ল- দেবীনগরের কান্তনগরের মন্দির সংলগ্ন এলাকাটিতে রাতে বেশ কিছু অসামাজিক কাজের আসর বসে বলে এলাকার মানুষের অভিযোগ। এই এলাকায় পুলিশি টহলদারি বাড়ানোর দাবি তুলেছেন মানুষ। কারন,এলাকার মানুষের অনুমান-নেশা করে কিছু যুবক এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে দুষ্কৃতীদের হদিশ পেতে আর জি (Registance Group)পার্টি গঠনের কথাও বলছেন কেউ কেউ।

ফোর্টিন টাইমলাইন, রায়গঞ্জ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close