Raiganj : মানসিক অবসাদেই কি বৃদ্ধা আত্মঘাতী ?

আরও পড়ুন

সুনীলা ঘোষ নামের ৭৫ বছর বয়সী এক বৃদ্ধার আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের সুভাষগঞ্জের ঘোষ পাড়ায়। কি কারনে তিনি আত্মঘাতী হলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে খোদ পরিবারের মধ্যে।

সূত্রের খবর, তিনি দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানা গেছে। তার ছেলে মানসিক ভারসাম্যহীন বলে দাবি পরিবারের। শুক্রবার সকালে ঘাস মারার বিষ পান করেন সুনীলাদেবী। তার পরিবারের সদস্যরা ঘটনাটির কথা জেনে তড়িঘড়ি তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা চলাকালীনই তার মৃত্যু হয়েছে বলে জানান কর্মরত চিকিৎসকেরা। তবে মানসিক অবসাদের ফলেই কি তার এমন পদক্ষেপ? এনিয়ে ধোঁয়াশা তৈরি রয়েছে পরিবার-সহ এলাকাজুড়ে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

সুশীলা ঘোষ নামের সত্তরোর্ধ্য যে মানুষটি ওই পরিবারটিকে বাঁচাতে উদয়াস্ত শ্রম দিয়ে গিয়েছেন, তাকেই কিনা শেষমেশ অভিমানে বিষ পান করে আত্মঘাতী হতে হল। একজন সহনাগরিককে হারালো সুভাষগঞ্জ। এমন মর্মান্তিক ঘটনায় কার্যত বোবা হয়ে গিয়েছে পরিবারসহ সমগ্র সুভাষগঞ্জ নামের জনপদটি।

রায়গঞ্জের সুভাষগঞ্জ থেকে শুভম সরকারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close