উত্তর দিনাজপুর জেলা পরিদর্শকের জন্য প্রথমবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন পালিত হল। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন, বিদ্যালয় পরিদর্শক শাখা, উত্তর দিনাজপুর জেলার পক্ষ থেকে সোমবার তাঁর জন্মদিবসের আয়োজন করা হয়।
সূত্রের খবর, সোমবার বিদ্যাসাগরের ২০৩ তম জন্ম দিবস পালন করলেন উত্তর দিনাজপুর জেলা শিক্ষার আধিকারিকগণ। এদিন জেলার শিক্ষা বিস্তারের উন্নয়নের জন্য বিভিন্ন চক্রের দরুণ বিদ্যালয় পরিদর্শকগণ, এআই, এডিআই, ডিআই-দের সঙ্গে শিক্ষক সংগঠন মিলিতভাবে কাজ করে প্রভূত উন্নয়ন সাধন করার বিষয়ে আলোচনা করেন। আধিকারিকদের পেশাগত সমস্যা নিয়েও আলোচনা করা হয়।
সোমবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন, সংখ্যালঘু সম্প্রদায়ের মন্ত্রী গোলাম রব্বানী, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গৌরাঙ্গ চৌহান, পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রসূন দাস-সহ বিদ্যালয় পরিদর্শকগণ।
এদিন একটি চারা গাছও ডিপিএসসি চত্বরে রোপণ করা হয়। এদিন প্রথম বিদ্যালয় পরিদর্শক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর-এর জন্মদিনটিকে পরিদর্শক দিবস হিসেবে পালন করার কথাও জানান উত্তর দিনাজপুর জেলার এডিআই।
ফোর্টিন টাইমলাইন, রায়গঞ্জ।