Uttar Dinajpur : দৃষ্টিহীন ভাইদের পাশে দাঁড়ালেন ইটাহারের প্রাথমিক শিক্ষক

আরও পড়ুন

দৃষ্টিহীন দুই ভাইকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ইটাহারের এক প্রাথমিক শিক্ষক। তাদের অসহায়তার কথা জানতে পারে তিনি রবিবার শীতবস্ত্র এবং কিছু শুকনো খাবার নিয়ে তাদের বাড়িতে উপস্থিত হন। তার এহেন ক্ষুদ্র প্রয়াসে খুশি সেই পরিবার।

সূত্রের খবর, পার্থ সারথিবাবু পেশায় একজন প্রাথমিক শিক্ষক। দুই দৃষ্টিহীন ভাইয়ের অসহায়তার কথা জানতে পেরে রবিবার তিনি ইটাহার থেকে রায়গঞ্জে তাদের বাড়িতে পৌঁছে যান কিছু শুকনো খাবার এবং শীতবস্ত্র তুলে দেওয়ার জন্য। সেগুলি পেয়ে খুশি ওই পরিবার।

উল্লেখ্য, আবাস যোজনার তালিকায় তাদের নাম না থাকায় তারা গত শুক্রবার বিডিও-র কাছে তাদের ঘর পাওয়ার আর্জি জানান। তাদের অভিযোগ, বিভিন্ন জরুরি কাগজ-পত্র দেওয়া সত্ত্বেও তাদের নাম আবাস যোজনার তালিকায় আসেনি। এনিয়ে পঞ্চায়েত প্রধানকেও বারংবার বলা হলে কোনোরকম সুরাহা মেলেনি। শুক্রবার বিডিও-র কাছে আর্জি জানাতে এলে তারা ঘর পাওয়ার আশ্বাস পান।

উত্তর দিনাজপুরের বাহিন থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close